KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
আশুরা কোন দিন
আশুরা কোন দিন এ প্রসঙ্গে কিছু মতানৈক্য পরিলক্ষিত হয়। তবে বিশেষ পর্যবেক্ষণ থেকে বোঝা যায় অধিকাংশ সাহাবা, তাবেয়ীন ও মুহাদ্দিসগণের মতানুযায়ী মহররম মাসের দশ তারিখ হলো আশুরার দিন যা নিম্নে প্রদত্ত দলিলাদি হতে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَوْمِ عَاشُورَاءَ يَوْمَ الْعَاشِرِ. অর্থাৎ- হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (মহররমের) দশ তারিখে আশুরার রোজা রাখার নির্দেশ দেন। {{ সুনানে তিরমিযী হাদীস নং-760,, আল-মুগনী ইবনে কুদামাহ 3/178,, তাফসীর কুরতাবী ১/৩৮৯,, ফাতহুল বারী ৪/২৪৬ }} ✴️ ইমাম তিরমিজি রাহমতুল্লাহি আলাই বলেন, حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. অর্থাৎ- হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর হাদীসটি হাসান ও সহীহ। ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻣﺮ ﺑﺼﻴﺎﻡ ﻋﺎﺷﻮﺭاء ﻳﻮﻡ اﻟﻌﺎﺷﺮ অর্থাৎ- হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দশ তারিখের দিন আশুরার রোজা রাখার নির্দেশ দেন। {{ মাজমাউয যাওয়াইদ 3/189 হাদীস নং-5135,, মুসনাদুল বাজ্জার ১৮/১৫৩ হাদীস নং-১২২,, ✴️ ইমাম হাইসামী রাহমাতুল্লাহি আলাইহি উপরোক্ত হাদীস প্রসঙ্গে মন্তব্য করেন, ﺭﻭاﻩ اﻟﺒﺰاﺭ، ﻭﺭﺟﺎﻟﻪ ﺭﺟﺎﻝ اﻟﺼﺤﻴﺢ অর্থাৎ- উক্ত হাদীসটি ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি সহীহ সনদে বর্ণনা করেছেন। {{ মাজমাউয যাওয়াইদ 3/189 }} ﻋﻦ اﻟﺤﺴﻦ، ﻗﺎﻝ: ﻳﻮﻡ ﻋﺎﺷﻮﺭاء ﻫﻮ ﻳﻮﻡ اﻟﻌﺎﺷﺮ অর্থাৎ- হযরত হাসান বাসরী রাদিয়াল্লাহু আনহু বলেন, (মহররমের) দশ তারিখ হল আশুরার দিন। {{ মুসান্নাফ ইবনু আবী শাইবা 2/313 হাদীস নং-9386 }} ﻋﻦ اﻟﺤﺴﻦ، ﻭﻣﺤﻤﺪ ﻗﺎﻻ: ﻋﺎﺷﻮﺭاء ﻳﻮﻡ اﻟﻌﺎﺷﺮ অর্থাৎ- বিখ্যাত তাবেয়ী হযরত হাসান বাসরী ও মুহাম্মদ ইবনে সিরীন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আশুরা হল (মহররম মাসের) দশ তারিখের দিন। {{ মুসান্নাফ ইবনু আবী শাইবা 2/313 হাদীস নং-9384 }} ﻋﻦ ﻗﺘﺎﺩﺓ، ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ اﻟﻤﺴﻴﺐ ﻭاﻟﺤﺴﻦ ﻭﻋﻜﺮﻣﺔ ﻗﺎﻟﻮا: ﻋﺎﺷﻮﺭاء ﻳﻮﻡ اﻟﻌﺎﺷﺮ অর্থাৎ- হযরত কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। হযরত সাঈদ বিন মুসাইয়্যাব, হযরত হাসান ও হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহুম বলেন, আশুরা হল দশ তারিখের দিন। {{ মুসান্নাফ ইবনু আবী শাইবা 2/313 হাদীস নং-9385 }} ✍️ মুফতী আমজাদ হুসাইন সিমনানী, 🌎কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর,🌎

Comments -

Most Read Articles