KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় সম্মানিত পাঠকবৃন্দ! আহলে সুন্নাত ওয়া জামাতের আক্বীদাহ অনুযায়ী প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় তথা ইন্তেকাল করতে হয়। আর যেহেতু আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামেরো আত্মা ও প্রাণ রয়েছে এবং তাঁরা প্রত্যেকেই মানবজাতির অন্তর্ভুক্ত তাই তাঁদেরকেও ইন্তেকাল করতে হয়েছে। অতএব এ কথা সত্য যে, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম ইন্তেকাল করেছেন। তদ্রুপ নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-ও ইন্তিকাল করেছেন। কেউ যদি বলে নাবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তিকাল করেন নি তাহলে তার এ ধারনা ও আকীদাহ শরীয়ত পরিপন্থী প্রমাণিত হবে এবং সে কাফির ও মুরতাদ হয়ে যাবে। কারণ কোরআন মাজিদের বহু আয়াত ও বহু হাদিস শরীফ হতে নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকাল করার বিষয়টি প্রমাণিত ও প্রতিষ্ঠিত। যেমন- আল্লাহ তা'আলা ইরশাদ করেন, کُلُّ نَفۡسٍ ذَآئِقَۃُ الۡمَوۡتِ অনুবাদ:-প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। {{ সূরা আল ইমরান আয়াত নং-185,, সূরা আন্বিয়া আয়াত নং-35,, সূরা আনকাবূত আয়াত নং-57 }} অন্যত্রে আল্লাহ তাআলা নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করে ইরশাদ করেন, اِنَّکَ مَیِّتٌ وَّ اِنَّہُمۡ مَّیِّتُوۡنَ ﴿۫۳۰﴾ অনুবাদ:- নিশ্চয় আপনাকেও ইন্‌তিকাল করতে হবে এবং তাদেরকেও মরতে হবে। {{ সূরা যুমার আয়াত নং-30 }} عَنْ أَنَسٍ قَالَ مَاتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَجْمَعِ الْقُرْآنَ غَيْرُ أَرْبَعَةٍ أَبُو الدَّرْدَاءِ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَأَبُو زَيْدٍ. قَالَ وَنَحْنُ وَرِثْنَاهُ. অর্থাৎ! হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইন্তিকাল করলেন। তখন চারজন ব্যতীত আর কেউ কুরআন সংগ্রহ করেননি। তাঁরা হলেন আবু দারদা, মু‘আয ইবনু জাবাল, যায়েদ ইবনু সাবিত ও আবূ যায়েদ রাদিয়াল্লাহু আনহুম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আবূ যায়েদ রাদিয়াল্লাহু আনহু-এর উত্তরসুরী। {{ সহীহ বুখারী হাদিস নং-5004,, মু'জামে আওসাত তাবরানী হাদিস নং-7735,, তাফসীরে কুরতুবী খন্ড-1 পৃষ্ঠা-56 }} عَنْ عَائِشَةَ قَالَتْ مَاتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّهُ لَبَيْنَ حَاقِنَتِي وَذَاقِنَتِي، فَلاَ أَكْرَهُ شِدَّةَ الْمَوْتِ لأَحَدٍ أَبَدًا بَعْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. অর্থাৎ! হযরত আয়িশাহ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইন্তিকাল করার সময় আমার বুক ও থুতনির মাঝে ছিলেন। আর নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর পর আমি আর কারো জন্য মৃত্যু-যন্ত্রণাকে খারাপ মনে করি না। {{ সহীহ বুখারী হাদিস নং-4446,, মুসনাদ আহমাদ হাদিস নং-24354,, সুনান নাসাঈ হাদিস নং-1830,, মু'জামে আওসাত তাবরানী হাদিস নং-8786 }} عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ لَمَّا مَاتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ أَبَا بَكْرٍ مَالٌ مِنْ قِبَلِ الْعَلاَءِ بْنِ الْحَضْرَمِيِّ، فَقَالَ أَبُو بَكْرٍ مَنْ كَانَ لَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَيْنٌ، أَوْ كَانَتْ لَهُ قِبَلَهُ عِدَةٌ، فَلْيَأْتِنَا. অর্থাৎ! হযরত জাবির ইবনু ‘আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ইন্তেকালের পর আবূ বাকর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট [রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিযুক্ত বাহরাইনের শাসক] ‘আলা ইবনু হাযরামীর পক্ষ হতে মালপত্র এসে পৌঁছল। তখন আবূ বাকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট কারো কোন ঋণ থাকলে কিংবা তাঁর পক্ষ হতে কোন ওয়াদা থাকলে সে যেন আমাদের নিকট এসে তা নিয়ে যায়। {{ সহীহ বুখারী হাদিস নং-2683 }} ✍️ মুফতী আমজাদ হুসাইন সিমনানী 🌎 দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত🌎

Comments -

Amjad HussainPosted On: 2022-05-19
Very important message to all of us.
Posted On: 2022-06-08
SUBHANALLAH
Most Read Articles