KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
আশুরার দিন রোজা রাখার ফযীলত
সম্মানিত সুধী! নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ জাহিরী জিন্দেগীতে বহু রোজা রাখতেন। তবে তিনি রমজান মাসের পর সবথেকে বেশি প্রাধান্য ও গুরুত্ব দিতেন আশুরার রোজা কে এবং এই রোজার বহু ফজিলত ও নেকিও তিনি ব্যক্ত করেন, যা বহু হাদীস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। যেমন- عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ، إِلاَّ هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ. يَعْنِي شَهْرَ رَمَضَانَ অর্থাৎ:- হযরত ইবনু ‘আববাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে ‘আশুরার দিনের রোজার উপরে অন্য কোন দিনের রোজাকে প্রাধান্য প্রদান করতে দেখিনি এবং এ মাস অর্থাৎ রমাযান মাস (এর উপর অন্য মাসের গুরুত্ব প্রদান করতেও দেখিনি)। {{সহীহ বুখারী হাদীস- ২০০৬ ,, সহীহ মুসলিম হাদীস-২৭১৮,, সহীহ ইবনে খুজাইমা হাদীস-২০৮৬,, সুনানে কুবরা বাইহাকী ৪/৪৭৩ হাদীস-৮৩৯৮ }} (( হাদীসটি সহীহ সনদে বর্ণিত হয়েছে )) ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻗﺎﻝ: ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﻟﻴﺲ ﻟﻴﻮﻡ ﻓﻀﻞ ﻋﻠﻰ ﻳﻮﻡ ﻓﻲ اﻟﺼﻴﺎﻡ ﺇﻻ ﺷﻬﺮ ﺭﻣﻀﺎﻥ ﻭﻳﻮﻡ ﻋﺎﺷﻮﺭاء অর্থাৎ- হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ রমজান মাস ও আশুরার দিন ব্যাতীত রোজা রাখার ক্ষেত্রে কোন দিন অপর দিনের উপর ফযিলত রাখেনা। {{ মুজামে কাবীর তাবরানী ১১/১২৭ হাদীস -১১২৫৩,, শারহে মায়ানিল আসার ২/৭৫ হাদীস -৩২৮৬,, মাজমাউয যাওয়াইদ ৩/১৮৬ হাদীস-৫১২৩,, শুয়াবুল ঈমান ৫/৩২৫ হাদীস-৩৫০২,, আত-তারগীব মুনজিরী ২/৭১ হাদীস-১৫৩৪ }} ☀️ ইমাম হাকিম রাহমতুল্লাহি আলাইহি বলেন- ﺭﻭاﻩ اﻟﻄﺒﺮاﻧﻲ ﻓﻲ اﻟﻜﺒﻴﺮ، ﻭﺭﺟﺎﻟﻪ ﺛﻘﺎﺕ অর্থাৎ- ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি "মুজামে কাবীর" গ্রন্থে বিশ্বস্ত বর্ণনাকারী হতে হাদীসটি বর্ণনা করেছেন। {{ মাজমাউয যাওয়াইদ ৩/১৮৬ }} عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلاَةُ اللَّيْلِ অর্থাৎ- হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ রমজানের পর সবথেকে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহররম আর ফরজ নামাজের পর সবথেকে উত্তম নামাজ হলো তাহাজ্জুদ। {{ সহীহ মুসলিম হাদীস নং-২৮১২,, মুসনাদ আহমাদ হাদীস-৮৫৩৪,, সুনানে আবু দাউদ হাদীস-২৪৩১,, সুনানে তিরমিযী হাদীস-৪৪০,, সুনানে নাসাঈ হাদীস-১৬২৪ }} 🔘 ইমাম তিরমিযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন- حديث أبي هريرة رضي الله عنه حديث حسن صحيح অর্থাৎ- হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদীসটি হাসান সহীহ। عَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ ------ قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ فَقَالَ: يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ অর্থাৎ- হযরত আবু কাতাদাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, অতঃপর আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তাতে বিগত বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। {{ সহীহ মুসলিম হাদীস-২৮০৪,, মুসনাদ আহমাদ হাদীস-২২৫৩৭,, আত-তারগীব ২/৭০ হাদীস-১৫৩০ }} (( হাদীসটি সহীহ )) عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ" অর্থাৎ- হযরত আবু কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আশুরার দিনের রোজা সম্পর্কে আমি আশা করি, আল্লাহ তাআলা পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। {{ সুনানে ইবনে মাজাহ হাদীস নং-1810,, সুনানে আবু দাউদ হাদীস -২৪২৭,, সহীহ ইবনে খুজাইমা হাদীস নং-2087,, সহীহ ইবনে হিব্বান হাদীস নং-3632,, সহীহ মুসলিম হাদীস নং-2803,, মুসনাদ আহমাদ হাদীস নং-22621 }} (( হাদীসটি সহীহ )) ﻋﻦ ﺃﺑﻲ ﻗﺘﺎﺩﺓ، ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " ﺻﻮﻡ ﻋﺮﻓﺔ ﺑﺼﻮﻡ ﺳﻨﺘﻴﻦ، ﻭﺻﻮﻡ ﻋﺎﺷﻮﺭاء ﺑﺼﻮﻡ ﺳﻨﺔ " অর্থাৎ- হযরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আরাফার রোজা দুই বছর রোজা রাখার সমতুল্য এবং আশুরার রোজা এক বছর রোজা রাখার সমতুল্য। {{ মুসনাদ আহমাদ হাদীস-২২৬১৬,, জামেউল মাসানিদ ও সুনান ১০/১৩৫ হাদীস-১২৭৭৬ }} ☀️ শায়েখ শুয়ায়েয আর্নাউৎ বলেন- ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ অর্থাৎ- হাদীসটি সহীহ। {{ তাখরীজ মুসনাদ ৩৭/৩০৩ }} ﻋﻦ ﺃﺑﻲ ﺣﻨﻴﻔﺔ، ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺟﺒﻴﺮ، ﺃﻧﻪ ﻗﺎﻝ: «ﺻﻮﻡ ﻳﻮﻡ ﻋﺎﺷﻮﺭاء ﻳﻌﺪﻝ ﺻﻮﻡ ﺳﻨﺔ অর্থাৎ- হযরত সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আশুরার দিনের রোজা এক বছর রোজা রাখার সমতুল্য। {{ আল-আসার লি-আবী ইউসুফ 1/177 হাদিস নং-804 }} ✍️ মুফতী আমজাদ হুসাইন সিমনানী, 🌎কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর,🌎

Comments -

Hafiz Delowar hosaainPosted On: 2023-07-27
মাশাআল্লাহ খুব সুন্দর একটি পোস্ট
Most Read Articles